এবিএনএ : সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, জেলা যুবলীগ নেতা শেখ আবুল হাসনাত বুলবুলের জন্মদিন উপলক্ষে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে সোমবার কেট কেটে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা শাহিন আহমদ, সাজলু লস্কর, আপ্তার হোসেন, জুবেল আহমদ, জেলা ছাত্রলীগ নেতা বিপ্লব কান্তি দাস, দোলোয়ার হোসেন দিলাল, এড.টিপু রন্জন দাস, মনিরুল হক পিনু, জাহেদ হোসাইন জাহেদ, সাইফুর রহমান সাইফুর, শাহ ফায়েদ, সৈয়দ তকিউর রহমান সানি, জাকারিয়া মো: মাসুম, জিহাদ আহমদ, তায়েফ আহমদ, আবির আহমদ, সামছুল হুদা মুন্না, ওয়াহিদুর রহমান ফাহিম, শাহ সাফওয়ান আহমদ সায়েম, কল্লোল চৌধুরী, রাফি রহমান, মেহেদী মাহাব রাহী, মো: সোহান, সানী আহমেদ, ৩নং শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী।