সিরিয়ায় তুরস্ক ও মার্কিন সেনাদের যৌথ সামরিক প্রশিক্ষণ


এবিএনএ: তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সেনারা মঙ্গলবার থেকে যৌথ প্রশিক্ষণ ও মিলিত টহল দেবে উত্তর সিরিয়ার মানবিজে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেন, মানবিজের নিরাপত্তার স্বার্থে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সেনারা যৌথ প্রশিক্ষণ ও মিলিত টহল অনুষ্ঠিত হবে।এ খবর জানিয়েছে তুরস্কের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডেইলি হুররিয়াত। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, দক্ষিণ তুরস্কের গাজিয়ান্তেপে ২ অক্টোবর থেকে প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পৌছেঁছে। ভবিষ্যতে সন্ত্রাসীদের কার্যক্রম প্রতিরোধ করা এবং ওই অঞ্চলে স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ টহল কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, ১৮ জুন থেকে মানবিজে তুরস্ক স্বতন্ত্রভাবে টহল ‘পরিকল্পনা করে’ চলছে। সম্প্রতি প্রতিবেদনে জানা যায়, মানিবিজের ভেতর ও বাঁধের আশপাশের ওয়াইপিজি ও পিকেকে সন্ত্রাসীরা অবস্থান করছে। হুলুসি আকার বলেন, আমরা বিষয়টি সম্পর্কে মার্কিন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সতর্কতা দিয়েছি। এছাড়া আমাদের নিজস্ব পদক্ষেপও গ্রহণ করেছি। তিনি সন্ত্রাসীদের সতর্ক করে বলেন, সন্ত্রাসী দলের অবশ্যই জানা উচিত যে যখন সময় হবে তখন সন্ত্রাসীদের খনন করে দাফন করা হবে।