
এ বি এন এ : আসন্ন ঈদুল আযহায় পশু কোরবানির জন্য ঢাকাসহ অন্য সব সিটি করপোরেশন এবং সারা দেশের পৌর এলাকাগুলোতে ছয় হাজার ২৩৩টি স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয় আয়োজিত এক বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এই তথ্য জানান।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার নির্ধারিত স্থানগুলোতে পৌর ও সিটি করপোরেশনের বাসিন্দাদের কোরবানি করার আহ্বান জানানো হচ্ছে। এছাড়া যারা নিজ বাড়িতে কোরবানি করবেন, তাদের নিজ উদ্যোগে বর্জ্য অপসারণের আহ্বান জানান তিনি।
বৈঠকে ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়র ও পৌরসভার মেয়রসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Share this content: