জাতীয়বাংলাদেশলিড নিউজ

বাস তল্লাশির সময় পুলিশকে লক্ষ্য করে গুলি, আটক ২

এবিএনএ : কুমিল্লায় যাত্রীবাহী বাস তল্লাশির সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় আহত অবস্থায় দুই জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার খাদঘর এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন, মো. জসিম ও মো. হাসান। ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান জানান, ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশির চালানোর সময় দুই দুর্বৃত্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে এবং একটি বোমা বিস্ফোরণ ঘটায়। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকেসহ দুই জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের তল্লাশি করে আরও চারটি বোমা উদ্ধার করা হয়। কুমিল্লা পুলিশ সুপার মো.শাহ আবিদ হোসেন জানান, সতর্ক থাকায় পুলিশ সদস্যদের কোনো ক্ষতি হয়নি।

Share this content:

Back to top button