আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ

জনতা ব্যাংকে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশে নিষেধাজ্ঞা

এবিএনএ : জনতা ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশসহ পরবর্তী সব কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ এ নিষেধাজ্ঞা দেন। গত বছরের ১০ মার্চ ৮৩৪টি পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় ব্যাংকার্স সিলেকশন কমিটি। পরে চলতি বছরের ২১ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধীনে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৪০০ জন জনতা ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেন। কিন্তু পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় সম্প্রতি ওই পরীক্ষার ফল স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করে ১৫ জন পরীক্ষার্থী। রিটে প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানানো হয়েছে।
সোমবার ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ পরীক্ষার ফল প্রকাশসহ পরবর্তী কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দেন। রুলে প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্ত ও ফল বাতিলে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ূয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।
আদেশের পর জ্যোতির্ময় বড়ূয়া সাংবাদিকদের বলেন, হাইকোর্ট এক আদেশে জনতা ব্যাংকের ফল প্রকাশে রুলসহ নিষেধাজ্ঞা দিয়েছেন। অর্থ সচিব, আইন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির সভাপতিসহ সাত বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

Share this content:

Related Articles

Back to top button