বাংলাদেশরাজনীতিলিড নিউজ

সাকিব-মাশরাফি নির্বাচন নিয়ে এখন ভাবছে না : কাদের

এবিএনএ : জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ানো নিয়ে চিন্তাভাবনা করছেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর এক বৈঠক এ মন্তব্য করেন মন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বক্তব্যের প্রেক্ষাপটে আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, ‘উনি কী বলেছেন যে আওয়ামী লীগ থেকে প্রার্থী হচ্ছেন? উনি বলেছেন, অমুক জায়গায় প্রার্থী হচ্ছেন? তিনি বলেছেন যে এরা (মাশরাফি-সাকিব) প্রার্থী হলে আমি ভোট দেব।’এর আগে মঙ্গলবার শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি মিলনায়তনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের মাশরাফির নির্বাচনে দাঁড়ানোর বিষয়টি জানান পরিকল্পনামন্ত্রী।মন্ত্রী বলেন, ‘মাশরাফি নির্বাচন করতে পারেন, করলে আপনারা ভোট দেবেন।’ মাশরাফি কোন দল থেকে নির্বাচন করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে  মুস্তফা কামাল বলেন, ‘যে কোনো দল থেকে করতে পারেন.. বিএনপি থেকে করলেও আপনারা তাকে ভোট দেবেন।’ মাশরাফি সম্পর্কে পরিকল্পনামন্ত্রী বলেন, তিনি ভালো মানুষ। তিনি তার নিজস্ব সিদ্ধান্ত নিয়ে চলেন।

Share this content:

Back to top button