এবিএনএ : হাসপাতালে ভর্তি স্বামীকে দেখতে এসে ফটকে অ্যাম্বুলেন্স চাপায় ছেলের পর এবার প্রাণ হারালেন মা গুলেনূর বেগমও। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে তার মৃত্যু হয়।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা জানান, নিহত সাকিবের বাবা ফেরদৌস আলী ওই হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাকে দেখতে সাকিবের মা গোলেনুর বেগম হাসপাতালে এসেছিলেন। সঙ্গে ছিল সন্তান। হঠাৎ গাড়িটি তাদের ওপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সাত বছরের শিশু সাকিব।
এই ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও এক বৃদ্ধা , যার নাম বলতে পারেননি কেউ। তিনি ওই এলাকায় ভিক্ষা করতেন বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের। তার সঙ্গে একটি ভিক্ষার থালা পাওয়া গেছে।
সকাল নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই দুর্ঘটনা ঘটে। একটি অ্যাম্বুলেন্স বেপরোয়া গতিতে হাসপাতালে ঢোকার সময় উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়েন নিহত ও আহতরা।
এই ঘটনার সময় ওই এলাকায় উপস্থিত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারী পরিদর্শক মাসুম আলী বলেন, ‘আমি হাসপাতালের ভেতরে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে গেটে গেলাম। গিয়ে দেখি চারজনের অবস্থা মুমূর্ষু। আহতদেরকে দ্রুত হাসপাতালে দিয়ে আসি।’
মাসুম আলী জানান, এই ঘটনায় অ্যাম্বুলেন্স চালক সোহেল নিজেও আহত হয়েছেন। তাকে স্থানীয়রা আটক করে শাহবাগ থানায় ফোন দেয়। এরপর পুলিশ গাড়িসমেত তাকে ধরে নিয়ে যায়।
দুর্ঘটনাকবলিত গাড়িটির নাম মানব সেবা অ্যাম্বুলেন্স। গাড়িটির নম্বর সিলেট ছ-৭১-০০৬৪। মাসুম আলীর ধারণা চালকের বয়স ১৮ হতে পারে বা তার চেয়ে কম।