জাতীয়বাংলাদেশলিড নিউজ

ইসি ভবনে অগ্নিকাণ্ড : ৬ সদস্যের তদন্ত কমিটি

এবিএনএ: রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) ভবনে  অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমানকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির সদস্যরা হলেন ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান সভাপতি, সহকারী সচিব (সেবা-২) খ ম আরিফুল ইসলাম সদস্য সচিব। এ ছাড়া চারজন সদস্য হলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, গণপূর্তের ই/এম বিভাগ-৮ এর নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম, গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শাহ ইয়ামিন-উল-ইসলাম ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) ইসির উপসচিব (সাধারণ সেবা) রাশেদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের কথা বলা হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, রাত ১১টা ৬ মিনিটে আগুনের সূত্রপাতের খবরে প্রথমে পাঁচটি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরো সাতটি ইউনিট গিয়ে তাদের সঙ্গে অংশ নেয়। রাত ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরো জানান, কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার সময় ভেতরে কেউ ছিল না, বাইরে সিকিউরিটি গার্ড ছিল। ইসি সচিব মোহাম্মদ আলমগীর জানান, মোট চার হাজার ৫০০ ইভিএম সংগ্রহ করা হয়েছে। কিছু ইভিএম সেখানে ছিল। তবে কতগুলো বেইসমেন্টে ছিল, তা নির্দিষ্ট করে তিনি বলতে পারেননি।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার সাইদুল ইসলাম বলেন, আশঙ্কা করছি ইভিএমের কিছু ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ও অগ্নিকাণ্ডের কারণ বিষয়ে পরে জানাতে পারব। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। বড় ধরনের শঙ্কা করছি না আমরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’ নির্বাচন ভবনের বেইসমেন্টে ‘ইভিএম সংরক্ষণ’র বিশেষ ব্যবস্থার গুদাম রয়েছে। ভবনের ১১ তলার জাতীয় পরিচয়পত্রের ডাটাবেইস। ব্রিগেডিয়ার সাইদুল বলেন, ‘ভোটার ডাটাবেইসের কোনো ক্ষতি হবে না।’ অগ্নিকাণ্ডের ২০-২৫ মিনিটের মধ্যে এনআইডি জিডি ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা নির্বাচন ভবনে উপস্থিত হন। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারও মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রশিক্ষিত লোকবল কাজে নামে।

পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি মো. আনিসুর রহমান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে চলে যাই। পুলিশ চারদিক থেকে ভবনটি ঘিরে ফেলে, যাতে কোনো কিছু চুরি না হতে পারে। এ ছাড়া আমরা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করি।’ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় ফায়ার সার্ভিসও একটি তদন্ত কমিটি গঠন করেছে। একটি সূত্র জানিয়েছে, বেইসমেন্ট-১-এ আগুন লাগে। সেখানে সার্ভারসহ মূল্যবান জিনিসপত্র রয়েছে। জায়গাটি খুবই প্রটেক্টেড। সেখানে মানুষের অবাধ যাতায়াত নেই।

Share this content:

Back to top button