এবিএনএ: নতুন মার্কিন রাষ্ট্রদূতকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গত বছর ইউক্রেনে তার সশস্ত্র বাহিনী পাঠানোর পর থেকে সম্পর্কের নাটকীয় অবনতির জন্য যুক্তরাষ্ট্র দায়ী। ক্রেমলিনে এক টেলিভিশন অনুষ্ঠানে পুতিনের কাছে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক পরিচয়পত্র পেশ করেন নতুন মার্কিন রাষ্ট্রদূত লিন এম ট্রেসি।
আল জাজিরার খবর অনুসারে, পুতিন নতুন মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে বলেন, ২০১৪ সালে ইউক্রেনে কালার বিপ্লবের প্রতি মার্কিন সমর্থন বর্তমান পরিস্থিতি সৃষ্টি করেছে। তিনি বলেন, প্রিয় ম্যাডাম অ্যাম্বাসেডর, আমি জানি আপনি হয়তো একমত হবেন না, কিন্তু আমি এটা না বলে পারছি না যে, ইউক্রেনে তথাকথিত কালার রেভ্যুলশনিস্টদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, আজকের সংকটের পথে পরিচালিত করেছে।
ক্রেমলিনে পৃথক আরেক অনুষ্ঠানে পুতিন ইইউর রাষ্ট্রদূত রোল্যান্ড গালহারাগেকে বলেন, রাশিয়ার সাথে ইইউ জোটের সম্পর্ক মারাত্মক অবনতি হয়েছে। রাশিয়ার সঙ্গে ইইউ ভূরাজনৈতিক দ্বন্দ্ব শুরু করেছে।
Share this content: