
এবিএনএ : বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আখেরি মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি।
এ ছাড়া প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে মোনাজাতে অংশ নেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীরাও মোনাজাতে অংশ নেন।
আজ সকাল ১১টায় ইজতেমা ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় ১১টা ৩৫ মিনিটে। বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে বহির্বিশ্বের প্রায় ৮ হাজারেরও বেশি মুসল্লিসহ লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি দিল্লির মারকাজের শুরা সদস্য হজরত মাওলানা মুহাম্মদ সা’দের পরিচালনায় আখেরি মোনাজাতকালে গোটা ইজতেমা ময়দান যেন এক পূণ্যভূমিতে পরিণত হয়। গত ১৩ জানুয়ারি রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হওয়া প্রথম পর্বের তিন দিনব্যাপী ইজতেমার আজ ছিল শেষ দিন।
Share this content: