আন্তর্জাতিকলিড নিউজ

মিয়ানমারে ধর্মঘটের ডাক অভ্যুত্থানবিরোধীদের

এবিএনএ : মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত, অং সান সু চিসহ রাজনীতিকদের আটকের প্রতিবাদ ও জান্তা সরকারের হুমকির বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়েছেন অভ্যুত্থানবিরোধীরা। সোমবার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদ সংস্থ‌া বিবিসি ও রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে। বিবিসি জানায়, মিয়ানমারের জান্তা সরকারের হুমকির বিরুদ্ধে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। রাস্তায় নামলে বিক্ষোভকারীদের জীবনের হুমকি রয়েছে, এমনটি প্রচার হচ্ছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে।

রয়টার্স জানায়, দেশটির রাষ্ট্রীয় গণমাধ‌্যম সোমবারের (২২ ফেব্রুয়ারি) কর্মসূচি নিয়ে বিক্ষোভকারীদের সতর্ক করে বলেছে, বিক্ষোভকারীরা এখন জনগণকে বিশেষ করে আবেগপ্রবণ কিশোর-যুবকদের উসকে দিয়ে সংঘাতের পথে নিয়ে যাচ্ছে, যেখানে প্রাণহানি হতে পারে।

Share this content:

Related Articles

Back to top button