এবিএনএ : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করতে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে কাছে পাঁচটি করে নাম চাইবে সার্চ কমিটি।
শনিবার সকালে অনুষ্ঠিত সার্চ কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, সার্চ কমিটির বৈঠকে দুটি সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে— যেসব রজানৈতিক দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়েছে তাদের প্রত্যেকের কাছে পাঁচটি করে নাম চাওয়া হবে। দ্বিতীয়টি হচ্ছে— আগামী সোমবার বিকেলে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে ১২ জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে মতবিনিময় করবে সার্চ কমিটি।
এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, যে ১২ জন ব্যক্তির সঙ্গে সার্চ কমিটি মতবিনিময় করবে তারা হলেন— বিচারপতি আব্দুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, সাবেক উপাচার্য এসএম ফায়েজ, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন এটিএম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসেন, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এ কে এম ফজলুল হক ও সাবেক আইজিপি নূরুল হুদা।
নিজেদের কার্যপদ্ধতি ঠিক করতে শনিবার সকাল ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রথমবারের মতো বৈঠকে বসে সার্চ কমিটি। কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন।
গত বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই সার্চ কমিটি গঠন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন— হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বেঁধে দেওয়া কার্যপরিধি অনুযায়ী, সার্চ কমিটি ১০ কর্মদিবসের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনারের নাম সুপারিশ করবে। প্রতিটি পদের বিপরীতে একাধিক ব্যক্তির নাম সুপারিশ করা যাবে। তবে ন্যূনতম একজন নারীর নাম প্রস্তাব করতে হবে। ফলে এই প্রথমবারের মতো নির্বাচন কমিশনে একজন নারী সদস্য অন্তর্ভুক্ত হচ্ছেন।
সার্চ কমিটির ছয় সদস্যের মধ্যে তিনজনের উপস্থিতিতে কোরাম গঠিত হবে। সিদ্ধান্তের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী সদস্যের নির্ণায়ক সিদ্ধান্ত প্রদানের ক্ষমতা থাকবে। সার্চ কমিটি সভার কার্যপদ্ধতি নির্ধারণ করতে পারবে।