হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম গ্রেফতার

এবিএনএ : অর্থ আত্মসাত মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুর ৩টার দিকে রাজধানীর বংশাল এলাকা থেকে দুদকের একটি দল তাকে গ্রেফতার করে। দুদকের উপ সহকারী পরিচালক জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করে জানান, জনতা ব্যাংক ভবন করপোরেট শাখা থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে ৮৫ কোটি ৭৮ লাখ ৩ হাজার ৬১৬ টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে এক মামলায় জেসমিন ইসলামকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সকালে মতিঝিল থানায় বাদী হয়ে জয়নাল আবেদিন নিজেই মামলাটি দায়ের করেছেন বলে জানিয়েছেন। দুদক জানায়, হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলাম তাদের দুই কর্মচারী জাহাঙ্গীর আলমকে ‘আনোয়ারা স্পিনিং মিলস’ এর মালিক ও মীর জাকারিয়াকে ‘ম্যাক্স স্পিনিং মিলস’ এর মালিক সাজিয়ে জনতা ব্যাংকের ভবন করপোরেট শাখায় ভুয়া হিসাব খোলা হয়। এই দু’টি প্রতিষ্ঠানের মাধ্যমে হলমার্ক গ্রুপ এলসি খুলে কোনো মালামাল আমদানি-রফতানি না করে ভুয়া রেকর্ড দেখিয়ে বিলের ওই সব টাকা উত্তোলন করে আত্মসাৎ করে।
এ ঘটনায় হলমার্কের এমডি ও চেয়ারম্যানসহ মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়েছে।
Share this content: