খেলাধুলালিড নিউজ

‘স্পিন অঙ্ক’ নিয়ে মুখোমুখি চেন্নাই-কলকাতা

এবিএনএ : আইপিএলের এগারোতম আসরে উড়ন্ত সূচনা করেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হারিয়েছে দীনেশ কার্তিকের দল। আর সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই আজ ধোনির চেন্নাই সুপার কিংসে বিপক্ষে মাঠে নামবে কেকেআর। চেন্নাইয়ে খেলা মানেই ‘স্পিন অঙ্ক’। সাধারণত স্পিনাররাই সেখানে সুবিধে পান। যদিও বল আস্তে ঘুরে বলে অনেক সময় সামলে নেওয়ার সুযোগও পান ব্যাটসম্যানেরা। দুই দলের স্পিনারদের লড়াই কিন্তু ম্যাচের ভাগ্য ঠিক করে দিতে পারে। এবং, দু’টি দলেই আইপিএলের অন্যতম সেরা স্পিনাররা রয়েছেন।

পিচ যে স্পিনারদের সাহায্য করবে তা বলেছেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘‘পিচটা একটু শুকনো। মনে হয় স্পিনারদের সাহায্য করবে। তবে ব্যাটসম্যানরাও রান করতে পারবে।’’ প্রতিপক্ষ কেকেআর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘কেকেআরের স্পিনাররা খুব ভাল। তা ছাড়া ওদের দলে বেশ কয়েক জন ম্যাচ উইনারও আছে। যেমন ক্রিস লিন, আন্দ্রে রাসেল। ওরা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’’  কলকাতার তিন স্পিন অস্ত্রের নাম সুনীল নারাইন, কুলদীপ যাদব এবং পীযূষ চাওলা। সঙ্গে রয়েছেন অনিয়মিত স্পিনার নীতীশ রানা। অন্যদিকে চেন্নাইয়ের হাতে থাকা তিন স্পিনার হলেন রবীন্দ্র জাদেজা, হরভজন সিং এবং ইমরান তাহির।

Share this content:

Related Articles

Back to top button