জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘শিক্ষার্থীদের মধ্যে যাতে জঙ্গিবাদের ব্যাধি না ঢোকে’

এ বি এন এ : শিক্ষর্থীদের মধ্যে জঙ্গিবাদ নামের ব্যাধি যাতে ঢুকতে না পারে সে বিষয়ে অভিভাবকসহ কলেজ অধ্যক্ষদের আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সব কলেজ অধ্যক্ষদের সাথে আয়োজিত আলোচনা সভায় তিনি আহ্বান জানান।
নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসায় জঙ্গিবাদ ঢুকবে আর আমরা হাল ছেড়ে দিয়ে বসে থাকব তা হয় না। সমগ্র জাতি একসঙ্গে মিলে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেব।
আলোচনা সভায় দেশের বিভিন্ন সরকারি, স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ের প্রধানসহ অধ্যক্ষ ও অধ্যাপক উপস্থিত ছিলেন।

Share this content:

Back to top button