লিড নিউজশিক্ষা

শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

এবিএনএ : আন্দোলন প্রত্যাহার করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘোষণা দেন তারা। একইসাথে তারা সকল দাবি শিক্ষামন্ত্রীর আশ্বাস অনুযায়ী বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন। অন্যদিকে বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রক্টর ইশরাত ইসমাইল, শফিউল ইসলাম ও মাজহার মজুমদারের উপস্থিতিতে আন্দোলনকারী শিক্ষার্থীকে যৌন হয়রানির বিচারও দাবি করেন তারা।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি থেকে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন শাবিপ্রবি শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের সাথে আলোচনা করতে শুক্রবার সিলেট আসেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। বিকেলে মন্ত্রীর সাথে বৈঠকে শিক্ষার্থীরা আট দফা দাবি ও ১৩টি সুপারিশ জানান। সবগুলো দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও শিক্ষার্থীদের মূল দাবি ‘উপাচার্যের পদত্যাগ বা অপসারণের’ বিষয়টি আচার্যকে অবগত করবেন বলে জানান শিক্ষামন্ত্রী।

Share this content:

Related Articles

Back to top button