
এবিএনএ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় নিখোঁজরা ফিরে আসছেন। শুক্রবার রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ রোইং ফেডারেশন আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিখোঁজ হওয়া ব্যক্তিদের মধ্যে সাংবাদিক উৎপল দাস ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোবাশ্বার হাসান ফিরে এসেছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সঙ্গে তারা কীভাবে, কোন অবস্থায় নিখোঁজ হয়েছেন—এসব নিয়ে কথা বলে আরও অনুসন্ধান চালাবে। যারা ফিরে আসেননি, তাদের ব্যাপারেও তৎপরতা চলছে।’

বর্তমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে আবারও নৌকায় ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় পাবনা থেকে ঢাকা ফেরার পথে সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুলে একটি হাইওয়ে রেস্টুরেন্টে যাত্রাবিরতিকালে দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে নিজেদের সব বিভেদ ভুলে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে গেছে। তথ্যপ্রযুক্তির উন্নয়ন নতুন দিকনির্দেশনা দিচ্ছে। এমন প্রেক্ষাপটে বর্তমান সরকারের কোনো বিকল্প নেই।
আলোচনা সভায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, উল্লাপাড়া পৌর মেয়র এসএম নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শওকাত ওসমান, কাজী এহসান উল হক সন্টু, আলম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন
Share this content: