বিনোদন

লস অ্যাঞ্জেলসে স্বপ্নের বাড়িতে সানি লিওন

এবিএনএ : বলিউড অভিনেত্রী করণ সিং ভোরা ওরফে সানি লিওন কিছু দিন আগেই তার ৩৬ তম জন্মদিন পালন করেছেন। সেসময় সানির অঢেল বিত্তবৈভবের খবরের কথা জানা গিয়েছিল। এবার যেন সে প্রমাণই দিলেন বলিউডের লায়লা।
সানি জন্মদিন উপলক্ষে আমেরিকার লস অ্যাঞ্জেলসে একটি নতুন বাড়িই কিনে ফেলেছেন। তাই বলা যায় বেভারলি হিলস থেকে মাত্র ৩০ মিনিটের দুরত্বে শেরম্যান ওকসে একটি সুবিশাল বাংলোর গর্বিত মালকিন। হলিউড তারকাদের এলাকা হিসেবেই ওই এলাকাটা বিখ্যাত।
এক একর জায়গার উপর নির্মিত বাংলো বাড়িতে পাঁচটি শোবার ঘর, একটি সুইমিং পুল, হোম-থিয়েটার, বাগান এবং বাইরে ডাইনিং এর সুবিধাও আছে বাড়িতে, যার দুরুত্ব আইকনিক হলিউড সাইন থেকে মাত্র ৫ মিনেটের দুরুত্ব। নতুন বাড়িতে ওঠার কথা সানি নিজেই টুইট করে ভক্তদের জনিয়ে দিয়েছেন।

Share this content:

Related Articles

Back to top button