এবিএনএ : করোনা সংক্রমণ প্রতিরোধে আগামী সোমবার (৫ই এপ্রিল) থেকে এক সপ্তাগের লকডাউনে যাচ্ছে দেশ। তবে সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস চালু থাকবে বলে জানায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বিষয়টি নিশ্চিত করেন গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও বিওএ’র সহ-সভাপতি বশির আহমেদ মামুন।
এক বিজ্ঞপ্তিতে বশির আহমেদ জানান, প্রজ্ঞাপন জারি হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। যেহেতু রোববার (৪ই এপ্রিল) পর্যন্ত অনেকগুলো ইভেন্টের ফাইনাল তাই ওই দিন পর্যন্ত গেম চলবে।
গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ এপ্রিল পর্যন্ত দেশের আট বিভাগে ৩১টি ডিসিপ্লিনে ৫ হাজার ২৯৩ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন এবারের আসরে। শনিবার আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের লকডাউনের ঘোষণা করেন। নিজের সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
Share this content: