খেলাধুলালিড নিউজ

সাকিবের পাশে থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

এবিএনএ: ২১ অক্টোবর থেকে বাংলাদেশ ক্রিকেটের টালমাটাল অবস্থার শুরু। এরপর প্রতিদিন কিছু না কিছু দুর্যোগের ঘনঘটা ক্রিকেটাঙ্গনে। একের পর এক দু:সংবাদ। তবে সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে ১৮ মাসের জন্য জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অফিসিয়ালি না জানালেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি অস্বীকার করেননি। এই বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, ‘আইসিসি যে সিদ্ধান্ত নিক না কেন সাকিবের পাশেই থাকবেন তিনি। আসলে এটা যেহেতু আইসিসি নিজেদের তত্ত্বাবধায়নে রেখেছে সেহেতু আমাদের আপাতত এখানে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।

দুই বছর আগে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পান সাকিব। সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করলেও নিয়ামানুযায়ী আইসিসিরি দুর্নীতি দমন বিভাগকে (আকসু) তা না জানিয়ে গোপন রেখেছিলেন। বিষয়টি পরে আইসিসির নজরে আসে। তারা অনুসন্ধানে জানতে পারে ওই জুয়াড়ি আইসিসির কালো তালিকায় থাকাদের একজন। সাকিব আইসিসিকে না জানানোর ফলে এই নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন। আজ বা কালকের মধ্যে এই বিষয়ে অফিসিয়ালি জানানো হবে আশা করা যাচ্ছে।

Share this content:

Back to top button