
এবিএনএঃ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই এই মন্ত্রণালয়ের দুটি বিভাগকে এগিয়ে নিতে ও কার্যক্রমকে গতিশীল করতে এ বিভাগের (পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের) দায়িত্ব আলাদা করে আমাকে দিয়েছেন।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে নতুন দায়িত্ব নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প এবং মিল্ক ভিটাকে দুর্নীতি মুক্ত করে মানুষের সেবায় কাজে লাগাবেন।’ এলজিআরডি মন্ত্রীর সঙ্গে আপনার এমন কী হয়েছিল, যে কারণে এই অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রীকে আপনাদের দায়িত্ব ভাগ করে দিতে হলো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে আমার সম্পর্কের কোনো টানাপোড়েন ঘটেনি। আমাদের মধ্যে কোনো প্রকার বিরোধ নেই। আপনারা দেখে থাকবেন, আমরা দুজন অনেক সময়ই এক গাড়িতে চলাচল করেছি। এসব মানুষের বানানো।’
তিনি বলেন, ‘পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যে সকল প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে, সে বিষয়ে তদন্ত পূর্বক কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি আরো বলেন, ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প একটু ঝুলে গেছে সত্য, তবে এ বিষয়ে আমি যতটুকু জানি দুর্নীতির চাইতে লোকবল সমস্যা এই প্রকল্পে প্রকট। গ্রামে গ্রামে সমবায় সমিতি করতে হলে আরো অনেক লোকবল প্রয়োজন।’ প্রতিমন্ত্রী জানান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সকল প্রকার দুর্নীতি বন্ধ করে কাজে গতিশীলতা আনতে তিনি কাজ করে যাবেন। মিল্ক ভিটার বিষয়ে জানতে চেয়ে তিনি বলেন, ‘এই প্রতিষ্ঠানের দুর্নীতির অভিযোগ দীর্ঘ দিনের। বর্তমানে দুর্নীতি অনেকটা বন্ধ হয়েছে।’
Share this content: