
এবিএনএ: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশবিষয়ক বাণিজ্যদূত রুশনারা আলী এমপি শনিবার রাতে ঢাকা আসছেন। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে এই সফর করবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে তিনি ঢাকা এলেও তার আনুষ্ঠানিক সফর শুরু হবে রোববার। এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের নয়টি রেল কোম্পানির বাণিজ্যিক প্রতিনিধি দল রুশনারা আলীর নেতৃত্বে বাংলাদেশ সফর করে।
বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী ২০১২ সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত হিসেবে নিয়োগ পান। গত বছর তিনি টানা তৃতীয় মেয়াদে এমপি নির্বাচিত হন।
বাংলাদেশের রফতানি পণ্যের তৃতীয় বৃহত্তম গন্তব্য যুক্তরাজ্য। দুই দেশের বাণিজ্য দুই দশমিক ৩০ মিলিয়ন ডলারে পৌঁছেছে। জ্বালানি, অবকাঠামো, ব্যাংকিং ও শিক্ষা খাতে শতাধিক ব্রিটিশ কোম্পানি বাংলাদেশে কাজ করছে। সংশ্নিষ্টরা বলছেন, রুশনারা আলীর সফর বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে।
Share this content: