বিনোদনলিড নিউজ

‘মেকআপ ফ্ল্যাশব্যাক’ নিয়ে যা জানালেন রুনা খান

এবিএনএ: এই প্রতিবেদনের সঙ্গে অভিনেত্রী রুনা খানের ছবিটা ভালো করে দেখুন। কোনো অসংগতি চোখে পড়ছে? কিন্তু এই একই মেকআপ ও সাজসজ্জায় ‘ছিটকিনি’ অভিনেত্রী যখন দাঁড়িয়েছিলেন গণমাধ্যমের ক্যামেরার সামনে, দেখা গেল তাঁর চোখের নিচে অর্ধচন্দ্রাকৃতির সাদা দাগ! গণমাধ্যমে ওই সময়ের ভিডিও ও স্থিরচিত্র প্রকাশিত হতেই অন্তর্জালে ট্রলড হন অভিনেত্রী। বিষয়টা কষ্ট দিয়েছে রুনা খানকে, তবে কাউকে দোষারোপ করলেন না। নিজেই জানার চেষ্টা করলেন কেন এমন হলো? গুগলের সাহায্য নিয়ে অভিনেত্রী আবিষ্কার করলেন, তিনি ‘মেকআপ ফ্ল্যাশব্যাক’-এর শিকার হয়েছেন।

২ ডিসেম্বর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এমন বিড়ম্বনার শিকার হয়েছেন রুনা খান। অভিনেত্রীর মেকআপ আর্টিস্ট হয়তো বিষয়টি জানতেন না! জানলেও হয়তো ভেবেছেন ফ্ল্যাশ জ্বালিয়ে রুনার কোনো ছবি-ভিডিও করা হবে না।

রুনা খানই প্রথম নন যিনি মেকআপ ফ্ল্যাশব্যাক বিভ্রাটের শিকার হয়েছেন। পৃথিবীর বহু নামি তারকার সঙ্গে আগেও এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। হলিউড তারকাদের মধ্যে আছে বড় বড় সব নাম। অ্যাঞ্জেলিনা জোলি, নিকোল কিডম্যান, ব্যারি ড্রিউমোর, মাইলি সাইরাস, ইভা লঙ্গোরিয়া, রেবেকা ফার্গুসনের মতো আন্তর্জাতিক তারকারাও শিকার হয়েছেন মেকআপ ফ্ল্যাশব্যাকের। বলিউড তারকাদের মধ্যেও আছে বেশ বড় নাম—শ্রীদেবী, কারিনা কাপুর, সোনম কাপুর, আমিশা প্যাটেল, বিপাশা বসু  এবং শাহরুখ খানের স্ত্রী প্রযোজক গৌরি খানও।

Share this content:

Related Articles

Back to top button