
এবিএনএ : রাজশাহীতে মহানগর বিএনপির প্রতিনিধি সম্মেলনে দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে।
সোমবার বিকেল ৫টার দিকে উত্তরা কমিনিউনিটি সেন্টারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে। আরেকজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সাবেক সভাপতি মিজানুর রহমান মিনু গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মহানগর বিএনপির এই প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মিনু। এ সময় এক কর্মীকে প্রতিপক্ষের কর্মীরা বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর করে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের সময় পুলিশ গিয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এর পরে বিকেল ৫টার দিকে ফের প্রতিনিধি সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল।
Share this content: