
এবিএনএ : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের ঝলম গ্রাম সংলগ্ন ডাকাতিয়া নদী থেকে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে মনোহরগঞ্জ থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। ওই প্রবাসীর নাম ইয়াকুব আলী (৫০)। সে উপজেলার উত্তর হাওলা গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে। জানা যায়, গত ২১ ফেব্রুয়ারী বাড়ী থেকে বের হওয়ার পর থেকে-ই নিখোঁজ ছিল ইয়াকুব আলী। তার কোথায় সন্ধান না পেয়ে ২৭ ফেব্রুয়ারী মনোহরগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেন ইয়াকুবের স্ত্রী শাহনাজ বেগম। নিখোঁজের ৯দিন পর গতকাল বৃহস্পতিবার সকালে ঝলম গ্রামের এক কৃষক কচুরিপানা কাটার সময় ডাকাতিয়া নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে আশপাশের লোকজনকে জানায়। এসময় ডাকাতিয়া নদীর পাড়ে লাশ দেখতে ভিড় জমায় সাধারণ মানুষ। খবর পেয়ে মনোহরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুল কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Share this content: