
এবিএনএ : ইংরেজি এবং হিন্দি ভাষাতে স্বচ্ছন্দ সানি লিওন। পঞ্জাবি ভাষাতেও কথা বলতে পারেন। এবার উত্তর প্রদেশের কিছু অংশে ব্যবহৃত নির্দিষ্ট একটি ভাষার ভঙ্গিমা শিখছেন নতুন করে। কিন্তু কেন?
জানা গেছে, সানির আসন্ন ছবি ‘কোকোকোলা’ হর-কমেডি ঘরানার। উত্তরপ্রদেশের ব্যাকগ্রাউন্ডে এগোবে ছবির গল্প। সে কারণেই উত্তরপ্রদেশের স্থানীয় ভাষার ভঙ্গিমা আলাদা করে শিখছেন সানি। আগামী মাস থেকে শুরু হবে ছবিটির শুটিং।
এ প্রসঙ্গে সানি সাংবাদিকদের বলেন, ‘সব সময় খুবই খোলা মনে কাজ করি আমি। ভাষা হোক বা অন্য কিছু নতুন করে শিখতে আমার কোনও অসুবিধা নেই। অভিনেত্রী হিসেবে নিজেকে আরও উন্নত করতে পারি। উচ্চারণ ঠিক করতেও আমি আলাদা করে পরিশ্রম করছি।’
শুধু হিন্দি নয়। বহু দক্ষিণী ছবিতেও কাজ করছেন সানি। দক্ষিণী ছবিতে কাজ করতে গিয়ে নতুন এক সংস্কৃতিও শিখেছেন বলে জানান সানি।
Share this content: