আমেরিকালিড নিউজ

ইরানকে চরম মূল্য দিতে হবে : ট্রাম্প

এবিএনএ : ইরাকে মার্কিন দূতাবাসে বিক্ষোভকারীদের হামলার জন্য ইরানকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এর জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে।

নতুন বছরের প্রথম দিন বুধবার এক টুইটে এই হুমকি দিয়েছেন ট্রাম্প। গত সপ্তাহে ইরাকের সামরিক বাহিনীর ঘাঁটিতে ইরান সমর্থিত কাতাইব হিজবুল্লাহ হামলা চালালে এক মার্কিন বেসামরিক নাগরিক নিহত হয়। এর প্রতিশোধ নিতে রোববার কাতাইব হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে মার্কিন যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। মঙ্গলবার বাগদাদে মার্কিন দূতাবাস ঘিরে বিক্ষোভ করে শিয়া মিলিশিয়া গোষ্ঠী ও তাদের সমর্থকরা। এসময় দূতাবাসে ভাঙচুরও চালানো হয়। নিরাপত্তার জন্য মার্কিন রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তাদের দূতাবাস থেকে সরিয়ে নেওয়া হয়।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প টুইটে বলেছেন, ‘আমাদের যে কোনো স্থাপনায় প্রাণহানি অথবা ক্ষয়ক্ষতির জন্য ইরান সম্পূর্ণ দায়ী থাকবে। তাদেরকে চরম মূল্য দিতে হবে। এটা সতর্কতা নয়, এটা হুঁশিয়ারি। শুভ নববর্ষ!’ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার পরে জানান, ইরাকে আরো ৭৫০ জন সেনা মোতায়েন করা হবে। অবশ্য ইরাকে এখনো পাঁচ হাজার মার্কিন সেনা রয়েছে। এক টুইটে এসপার বলেছেন, ‘বিশ্বের যেখানেই আমাদের লোক ও স্বার্থ থাকবে সেখানেই তার সুরক্ষা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র।’

Share this content:

Related Articles

Back to top button