এ বি এন এ : ওয়াশিংটন ডিসিতে গান পরিবেশন করবেন বাংলাদেশের ব্যস্ততম রবীন্দ্র সঙ্গীত শিল্পী অণিমা রায়। ২১ আগস্ট নিউইয়র্কের হিন্দু টেম্পল কমিউনিটি সেন্টারে গান গাইবেন তিনি।
নিউইয়র্ক থেকে ঢাকায় ফিরেই বাংলাদেশ হাইকমিশনের আমন্ত্রণে বাংলাদেশ উৎসবে যোগ দিতে কলকাতা যাবেন অণিমা রায়। কলকাতায়ও বেশ জনপ্রিয় এই শিল্পী সেখানে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে ও টিভিতে গান পরিবেশন করেন।
বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অণিমা। পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে। অনার্স ও মাস্টার্স দুটোতেই পেয়েছেন প্রথম বিভাগ। বর্তমানে রবীন্দ্রনাথের গান, গীতিনাট্য এবং নৃত্যনাট্যের ওপর পিএইচডি করছেন।
অণিমা রায় দীর্ঘ ৯ বছর ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে ছাত্রছাত্রীদের রবীন্দ্র সঙ্গীতে প্রশিক্ষণ দিয়েছেন। ২০০৫ সালে প্রতিষ্ঠা করেন ‘সুর-বিহার’ গানের স্কুল। ঢাকার ধানমন্ডি ও বনানীতে স্কুলটির দুটি শাখা রয়েছে।
অণিমা রায়ের গানে হাতেখড়ি শিল্পী দেবাশীষ চক্রবর্তীর কাছে। পরে শিল্পী সাধন চন্দ্র বর্মণের কাছে উচ্চাঙ্গ এবং নজরুল সঙ্গীতেও তালিম নেন। এরপর শিল্পী মিতা হকের কাছ থেকে রবীন্দ্র সঙ্গীতের শিক্ষা নিয়েছেন। ছায়ানটেও পড়াশুনা করেছেন তিনি। আইনশাস্ত্র নিয়েও পড়াশুনা করেছেন। শেষ করেছেন এলএলবি।
কিছুদিন আগে লেজার ভিশন থেকে বেরিয়েছে অণিমার ৬ষ্ঠ একক অ্যালবাম ‘প্রাণের মাঝে আয়’। ২০০৮ সালে কলকাতার রাগা মিউজিক থেকে ‘অচেনা পরদেশী’ নামে প্রথম রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম বের হয়। একই বছর বাংলাদেশের ফাহিম মিউজিক থেকে ‘প্রতীক্ষা’ এবং কলকাতার বাচিক শিল্পী রত্মা মিত্রের সাথে বের হয় ডুয়েট অ্যালবাম।
২০০৯, ২০১০, ২০১২ ও ২০১৫ সালে লেজার ভিশন থেকে প্রকাশিত হয় যথাক্রমে ‘কোথা যাও’, ‘আমি চিত্রাঙ্গদা’, ‘ইচ্ছামতি’ ও ‘তোমার বিরহে’ অ্যালবাম। ২০১৪ সালে ইমপ্রেস অডিও বের করে তাঁর একক অ্যালবাম ‘রবির আলো’।
অণিমার জীবনসঙ্গী তানভীর তারেক। তিনিও গানের মানুষ। একাধারে সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার, সাংবাদিক ও টিভি উপস্থাপক। তিনি ইত্তেফাক পত্রিকার বিনোদন সম্পাদক। এই দম্পতির একমাত্র পুত্র সৈয়দ অমিয় তানভীর।