এবিএনএ : যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স শহরে মার্দি গ্রাস প্যারেডে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ায় আহত হয়েছেন ২৮ জন।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় মিড-সিটিতে ক্রেউই অব এডিমিয়ন প্যারেড উপভোগ করার সময় জনতার মধ্যে গাড়ি চালিয়ে দেন এক চালক। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই বলে দাবি পুলিশের।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পিক-আপ ট্রাক চালককে দেখে মনে হচ্ছিল, কী করছেন, সে বিষয়ে তিনি মোটেও সচেতন নন। নিউ অরলিন্স অ্যাডভোকেটকে প্রত্যক্ষদর্শী কোর্টনি ম্যাককিনিস বলেন, ‘তিনি (চালক) যেন হেয়ালে কিছু একটা করছিলেন। পুলিশ প্রধান মাইকেল হ্যারিসন বলেছেন, ২১ জনকে হাসপাতাকে নেওয়া হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আরো সাতজন আহত হয়েছেন, যাদের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। ক্রেউইস নামে স্থানীয় একটি সামাজিক সংগঠন ভিন্নধর্মী এই প্যারেডের আয়োজন করে।