এবিএনএ : মুসলিম প্রধান সাতটি দেশের নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধের জন্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন সাময়িকভাবে তা আটকে দিয়েছেন সিয়াটলের আদালতের এক বিচারক।
দেশব্যাপী ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্বাহী আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো চ্যালেঞ্জ করছে না বলে সরকারি আইনজীবীরা অভিযোগ করার পর শুক্রবার বিচারক জেমস রবার্ট এ আদেশ দেন।
বিচার বিভাগ এখন রুলিংয়ের ওপর জরুরি স্থিতাবস্থা দাখিলের পরিকল্পনা করছে। হোয়াইট হাউস এক বিবৃতিতে ট্রাম্পের আদেশকে ‘আইনসম্মত ও যথার্থ’ বলে উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়, দেশের সুরক্ষায় প্রেসিডেন্ট এ আদেশ দিয়েছেন এবং আমেরিকার মানুষকে রক্ষায় তার সাংবিধানিক কর্তৃত্ব ও দায়বদ্ধতা রয়েছে।
মুসলিম প্রধান সাত দেশের নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞার প্রতিবাদে গত সপ্তাহে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ট্রাম্প নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর এসব দেশের নাগরিকদের দেয়া ৬০ হাজার ভিসা বাতিল করা হয়েছে।
ট্রাম্পের নির্বাহী আদেশে সব ধরণের শরণার্থীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ ১২০ দিন এবং ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের ৯০ দিন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সিরিয়ায় নাগরিকদের অনির্দিষ্ট কালের জন্য যুক্তরাষ্ট্রে ঢোকা নিষিদ্ধ করেছেন ট্রাম্প।
ট্রাম্পের ওই আদেশের বিরুদ্ধে ওয়াশিংটন রাজ্য প্রথমে মামলা করে। পরে মিনেসোটা রাজ্য তাদের সাথে যোগ দেয়। ওয়াশিংটন রাজ্যের অ্যাটর্নি জেনারেল বব ফার্গুসন বলেছেন, ওই আদেশটি অবৈধ ও অসাংবিধানিক, কারণ মানুষের ধর্মকে কেন্দ্র করে এটি বিভেদ তৈরি করছে।
ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে মামলা চললেও সিয়াটল আদালত প্রথমবারের মতো সারা দেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা আটকে দিলো।