এ বি এন এ : চীনের তৈরি ট্রাম্পের ছবিযুক্ত টয়লেট পেপারের বিক্রি যুক্তরাষ্ট্রে ব্যাপক পরিমাণে বেড়েছে। ‘চীনের কারণে আমেরিকানরা চাকরি খোয়াচ্ছেন’ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এমন অভিযোগের পর চীনের বেশ কিছু কোম্পানি ট্রাম্পের ছবিযুক্ত টয়লেট পেপার বিক্রি করছে।
সোমবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চীনের অনেক কোম্পানি ইতোমধ্যে ‘আবর্জনার সঙ্গে ট্রাম্প’ স্লোগানে ওই টয়লেট পেপারের উৎপাদন শুরু করেছে।
সিনহুয়া নিউজ অ্যাজেন্সি বলছে, ট্রাম্পের মুখের বিভিন্ন ধরনের অভিব্যক্তি অনুসরণ করে এসব টয়লেট পেপার তৈরি করা হয়েছে।
কিংদাও ওয়েলপেপার ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি বলছে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে ‘ট্রাম্প টয়লেট পেপার’ বিক্রি বৃদ্ধি পেয়েছে। তারা আরো অন্তত ৫০টি অর্ডার পেয়েছেন, এদের মধ্যে কয়েকটি অর্ডারে ৫ হাজার রোলস চেয়েছে। তবে অধিকাংশ অর্ডার দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্রেতারা।
চীনের অনলাইন কেনাবেচার জায়ান্ট প্রতিষ্ঠান আলিবাবার ওয়েবসাইটে কমপক্ষে ৭০ চীনা কোম্পানিকে ট্রাম্প টয়লেট পেপার বিক্রি করতে দেখা গেছে। চীনে এই পেপারের খুচরামূল্য ৫০ সেন্ট ধরা হলেও অনলাইন কেনাবেচার সাইট ই-বে ও অ্যামাজনে ৩০ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে।