জাতীয়বাংলাদেশলিড নিউজ

যুক্তরাষ্ট্রে কঠোর গোপনীয়তায় এসকে সিনহার বইয়ের মোড়ক উন্মোচন

এবিএনএ: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বেশ গোপনীয়তার মধ্যেই উন্মোচন করা হল বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার ‘ব্রোকেন ড্রিম : রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ বইয়ের মোড়ক। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেসক্লাবে আলোচিত ওই বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবল আমন্ত্রিত অতিথিরা। অতিথির সংখ্যাও ছিল হাতেগোনা। এ ছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। এদিকে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের খবর পেয়ে বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী লীগের নেতারা অনুষ্ঠানস্থলে উপস্থিত হলেও আমন্ত্রণপত্র না থাকায় তারা সেখানে প্রবেশ করতে পারেননি। ফলে ওয়াশিংটন মহানগর আওয়ামী লীগ সভাপতি সাদেক খান, সহসভাপতি আনোয়ার হোসাইন, জুয়েল বড়ুয়া ও যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, ভার্জেনিয়া স্টেট ও মেরিল্যান্ড স্ট্রেট আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুষ্ঠানের বাইরেই অপেক্ষা করতে দেখা যায়।

Share this content:

Back to top button