আন্তর্জাতিকলিড নিউজ

মালয়েশিয়ায় করোনা মোকাবিলায় মাঠে নেমেছে সেনাবাহিনী

এবিএনএ : নাগরিকদের চলাচল নিয়ন্ত্রণে রাস্তায় সেনা সদস্যদের নামিয়েছে মালয়েশিয়া। রোববার থেকে পুলিশের পাশাপাশি তারা দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম স্টার অনলাইন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে মালয়েশিয়াতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটিতে এ পর্যন্ত এক হাজার ১৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৯ জন। আক্রান্তদের অধিকাংশই রাজধানী কুয়ালালামপুরের একটি মসজিদে তাবলিগ জামাতের ইজতেমায় যোগ দিয়েছিলেন।

করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার পরিপ্রেক্ষিতে বুধবার মালয়েশিয়া সরকার নাগরিকদের ‘চলাচল নিয়ন্ত্রণ আদেশ’ (এমওসি) জারি করে। এতে নাগরিকদের বাধ্যতামূলকভাবে বাড়িতে অবস্থানের নির্দেশ দেওয়া হয়। তবে অনেক এলাকায় সরকারের এই নির্দেশ অমান্য করতে দেখা গেছে স্থানীয়দের। এর পরিপ্রেক্ষিতে কিছু এলাকায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার।

প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘পুলিশ জানিয়েছে ৯০ শতাংশ মানুষ আদেশ প্রতিপালন করছে। তবে ১০ শতাংশও কম সংখ্যা নয়।’ তিনি বলেন, ‘অন্যান্য কার্যক্রমের সঙ্গে পুলিশ ও সেনা সদস্যরা যৌথভাবে সড়ক ব্লক করবে। এছাড়া তারা শহর ও গ্রামাঞ্চলে টহল দেবে, হাসপাতালের নিরাপত্তা জোরদার করবে, ঘনবসতি ও মার্কেট এলাকাগুলোতে, যেখানে আইন অমান্য করা হয়, সেসব এলাকা নিয়ন্ত্রণ করবে।’

Share this content:

Related Articles

Back to top button