আমেরিকালিড নিউজ

যুক্তরাষ্ট্রে টিকা গ্রহণকারীদের মধ্যে মৃত্যু ০.০০১ শতাংশেরও কম: গবেষণা

এবিএনএ : যুক্তরাষ্ট্রে করোনা টিকার দু’টি ডোজ নেওয়া মানুষদের মধ্যে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার ০.০০১ শতাংশেরও কম। অর্থাৎ, যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে ৯৯.৯৯ শতাংশের বেশি মানুষকে পরবর্তীতে হাসপাতালে ভর্তি হতে হয়নি বা কেউ মারা যাননি। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির তথ্য বিশ্লেষণ করে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

সেখানে বলা হয়, গত ২ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৬৪ মিলিয়নের বেশি মানুষ করোনা টিকার দু’টি ডোজ নিয়েছেন। এদের মধ্যে মারা গিয়েছেন এক হাজার ৫০৭ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ১০১ জন। যা ০.০০১ শতাংশেরও কম।

যুক্তরাষ্ট্রে টিকা গ্রহণকারীদের মধ্যে মৃত্যু ০.০০১ শতাংশেরও কম: গবেষণাসিডিসি জানিয়েছে, টিকা নেওয়ার পরও যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে প্রায় ৭৪ শতাংশের বয়স ৬৫ বা তার চেয়েও বেশি। এর মধ্যে মারা গেছেন এক হাজার ৫০০ জন। প্রতি পাঁচজনের মধ্যে একজনের করোনা ছাড়াও অন্য রোগ ছিল। গত মে মাস থেকেই যারা টিকার দু’টি ডোজই নিয়েছেন তাদেরকে পর্যবেক্ষণ করছে সিডিসি।

Share this content:

Back to top button