জাতীয়বাংলাদেশলিড নিউজ

পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহ্ব‌ান প্রধানমন্ত্রীর

এবিএনএ : পছন্দের প্রার্থীকে শান্তিপূর্ণভাবে ভোট দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর গণম‌াধ্যমের সঙ্গে কথা বলার সময় এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আহ্বান করব ঢাকাবাসীকে সুষ্ঠুভাবে ভোট দেয়ার জন্য। ভোটের মধ্য দিয়ে প্রতিনিধি নির্বাচিত হবেন। প্রত্যেক ভোটার শান্তিমতো তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।’

‘ভোটের অধিকার জনগণের অধিকার, সাংবিধানিক অধিকার। আইনশৃঙ্খলা বাহিনী আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। ভোটাররা যেন শান্তিপূর্ণ ও স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। জনগণ যেন তার পছন্দমতো ভোট দিতে পারে, সে পরিবেশ আমরা সৃষ্টি করেছি’, বলেন প্রধানমন্ত্রী।

ইভিএমের মাধ্যমে ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ভবিষ্যতে এই ডিজিটাল পদ্ধতি সর্বত্র ব্যবহারের পক্ষে মত প্রকাশ করেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘কাউন্সিলর পদে শিলু ও বাবলাকে ভোট দিয়েছি। আমি দক্ষিণের ভোটার, তাপসকে ভোট দিয়েছি। উত্তরে আমাদের প্রার্থী আতিক। ইনশাআল্লাহ, সেও জয়যুক্ত হবে। খুব অল্প সময়ের মধ্যে আমি ভোট দিয়েছি।’

নির্বাচন নিয়ে কূটনীতিকদের উদ্বেগের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘উদ্বেগ তারা প্রকাশ করতে পারেন। কারণ, আমাদের অতীত ইতিহাস তো ভালো না। আস্তে আস্তে আমরা সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়েছি।’ ‘তাদের বিভিন্ন দূতাবাসে বাংলাদেশিরা চাকরি করেন। তাদেরকে বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়ে তারা সঠিক কাজ করেননি। তারা কীভাবে বিদেশি পর্যবেক্ষক হয়? তারা তো সেখানে চাকরি করেন,’ বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরকে পরিচ্ছন্ন করে গড়ে তুলব। এছাড়া, নানা পরিকল্পনা রয়েছে, সেগুলো বাস্তবায়ন করব। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

Share this content:

Back to top button