তথ্য প্রযুক্তি

মেটার বড় পদক্ষেপ: প্রতারণায় জড়িত ৬৮ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ

স্ক্যাম ও ভুয়া গ্রুপ প্রতারণা ঠেকাতে মেটার কড়া ব্যবস্থা, চালু হলো নতুন সতর্কবার্তা সিস্টেম

এবিএনএ:  অনলাইন প্রতারণা রোধে বড় পদক্ষেপ নিয়েছে মেটা। ২০২৫ সালের প্রথমার্ধে প্রতিষ্ঠানটি ৬৮ লাখেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এসব অ্যাকাউন্টের একটি বড় অংশ সক্রিয় ছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে, যারা জোরপূর্বক শ্রমিক দিয়ে বিভিন্ন স্ক্যাম সেন্টার পরিচালনা করত।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতারণা ঠেকাতে নতুন নিরাপত্তা ফিচার যুক্ত করা হয়েছে। এখন থেকে কোনো ব্যবহারকারী যদি এমন কোনো গ্রুপে যুক্ত হন, যার অ্যাডমিন তার পরিচিত নয়, তবে সাথে সাথেই একটি সতর্কবার্তা পাবেন।

প্রতারকরা সাধারণত অ্যাকাউন্ট হাইজ্যাক করে, ভুয়া বিনিয়োগ পরিকল্পনা দেখিয়ে বা নকল অফার দিয়ে গ্রুপ চ্যাট তৈরি করে ব্যবহারকারীদের ফাঁদে ফেলছে। এজন্যই মেটা জালিয়াতি ও স্ক্যাম প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button