রাজনীতি

‘আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক সাজিয়ে নতুন ষড়যন্ত্রে সরকার’—মির্জা আব্বাসের বিস্ফোরক মন্তব্য

বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, নিষিদ্ধ নাটকের পেছনে আসল উদ্দেশ্য ভিন্ন, সরকার জনগণের দৃষ্টি অন্য দিকে সরাতে চায়

এবিএনএ:  আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে দেশে নতুন করে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এই নিষিদ্ধ নাটকের উদ্দেশ্য হলো জনগণের চোখ অন্যদিকে সরিয়ে দেওয়া এবং মূল সমস্যা আড়াল করা।

সোমবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত নেতা নাসির উদ্দিন পিন্টুর স্মরণে আয়োজিত এক আলোচনায় মির্জা আব্বাস এসব কথা বলেন।

তিনি বলেন, “নাসির উদ্দিনের মতো অসংখ্য ত্যাগী নেতাকর্মীর রক্ত-ঘামে গড়া বিএনপি আজও গণমানুষের দল হয়ে টিকে আছে। অথচ এখন একটি অজনপ্রিয় দল রাজনৈতিকভাবে আমাদের হেয় করতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নাটক মঞ্চস্থ করছে।”

আওয়ামী লীগের নামে আন্দোলন চালানোদের উদ্দেশে তিনি বলেন, “শেখ হাসিনাও অতীতে অনেকবার এমন কৌশল নিয়েছিলেন নজর ঘোরাতে। এখন আবার কেউ বিএনপিকে ঘায়েল করতে ‘নিষিদ্ধ নাটক’ বানাচ্ছে।”

তিনি আরও বলেন, “যারা বলেন বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন দিচ্ছে, তারা ইতিহাস ভুলে গেছে। ১৭ বছর ধরে যাদের হাতে বিএনপি নির্যাতিত, আমরা তাদের আশ্রয় দিতে পারি না।”

পূর্বতন রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে প্রশ্ন তুলে মির্জা আব্বাস বলেন, “তিনি ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে দেশ ছাড়লেন অথচ সরকার কিছুই জানে না? এটাই কি বাস্তবতা?”

মানবিক করিডোর ইস্যুতে সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “বিশ্বের কোনো অভিধানে মানবিক করিডোর বলে কিছু নেই। এটা একটি নতুন কল্পিত ধারণা, যার মাধ্যমে দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা হচ্ছে।”

তিনি প্রশ্ন তোলেন, “সেন্টমার্টিন বা সাজেক নিয়ে এনসিপি কিংবা জামায়াত কেউ কথা বলে না কেন? করিডোরের নামে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।”

আব্বাস বলেন, দেশে আজ এমন এক অবস্থা দাঁড়িয়েছে যেখানে বিদেশিদের আগমন বেড়েছে, চলছে গোপন মিশন। “সরকারের অপকর্ম এখন পরিণত হয়েছে দেশবিরোধী ষড়যন্ত্রে,” মন্তব্য করেন তিনি।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ওলামা দলের মাওলানা নেছারুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

Share this content:

Back to top button