এবিএনএ : বাংলাদেশের বোলিং-বিস্ময় মুস্তাফিজুর রহমানের প্রশংসায় পঞ্চমুখ পুরো ক্রিকেট দুনিয়া। তাঁর বোলিং প্রতিভা দেখে অবাক সব মহলই। এই তালিকা থেকে বাদ যায়নি ঢাকাস্থ মার্কিন দূতাবাসও।
গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেজে মুস্তাফিজের প্রশংসা করে একটি পোস্ট দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। শুধু তাই নয়, এই অসাধারণ ক্রিকেটারের একটি নামও দিতে চায় তারা।
ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস লিখেছে, “বাংলাদেশের তরুণ ক্রিকেটার মুস্তাফিজুর রহমান কী অসাধারণভাবেই না পার করলেন আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম বছরটি! আইপিএলে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স বিস্মিত করেছে সবাইকে। এখন তিনি ‘টক অব দ্য আইপিএলে’ পরিণত হয়েছেন। দেশের মাথা উঁচু করেছেন এই বিস্ময়কর বোলার! এই অসাধারণ ক্রিকেটারকে কী নাম দেওয়া যায়?”
আসলেও তাই, গত একটি বছর আন্তর্জাতিক ক্রিকেটে কী দারুণ সব সাফল্য পেয়েছেন তিনি। ওয়ানডে অভিষেকের প্রথম ম্যাচের পাঁচ উইকেট নিয়ে রীতিমতো চমক দেখিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে সেই ধারাবাহিকতা গত একটি বছর ধরেও রেখেছেন তিনি।
আইপিএলেও বেশ উজ্জ্বল এই বাংলাদেশি বোলিং বিস্ময়। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে পাঁচ ম্যাচ খেলে সাত উইকেট নিয়েছেন তিনি। আর তাঁর বোলিং বৈচিত্র্যে মুগ্ধ পুরো ক্রিকেট বিশ্ব।
Share this content: