জাতীয়বাংলাদেশলিড নিউজ

ইসির সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট

এবিএনএ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এক মাস পেছানোর দাবিতে ড. কামাল হোসেনের নেতৃত্বে ইসির সঙ্গে বৈঠক শুরু করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
বুধবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সাথে এই বৈঠক শুরু হয়।
বৈঠক সুত্র থেকে জানা গেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ শেষ হওয়ার আগেই নির্বাচন কমিশন একতরফাভাবে তফসিল ঘোষণা করে। জাতীয় ঐক্যফ্রন্ট আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে এক মাস নির্বাচন পেছানোর দাবি করলেও সরকারের পরামর্শক্রমে নির্বাচন ৭ দিন পিছিয়ে পুনঃতফসিল ঘোষণা করা হয়। এ ক্ষেত্রে রাজনৈতিক দল ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।’
এমতাবস্থায় সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন করার স্বার্থে ড. কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনের তফসিল পেছানোসহ সামগ্রিক বিষয়ে আলোচনা করা হবে।
কামাল হোসেনের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদলের মধ্যে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আব্দুর রব, ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, কাদের সিদ্দিকী, মোস্তফা মোহসীন মন্টু, মাহমুদুর রহমান মান্না, সুলতানম মোহাম্মদ মনসুর আহমেদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোকাব্বির খান, ড. জাফরুল্লাহ চৌধুরী, এস এম আকরাম ও আবদুল মালেক রতন।

Share this content:

Back to top button