বিনোদনলিড নিউজ

মিস ওয়ার্ল্ডের ফাইনাল মঞ্চে জেসিয়া

এবিএনএ : মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ‘ফাইনাল ফোর্টি’তে নিজের অবস্থান নিশ্চিত করেছেন বাংলাদেশি প্রতিযোগী জেসিয়া ইসলাম প্রতিযোগিতার ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে বিজয়ী হয়ে ১২০ প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা ৪০-এ উঠে এসেছেন তিনি। আর এর মধ্য দিয়ে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ফাইনালের মঞ্চে নিজের উপস্থিতি নিশ্চিত করলেন জেসিয়া।
এ নিয়ে রোববার এক ফেসবুক বার্তায় জেসিয়া বলেন, ‘সবাইকে ধন্যবাদ। প্রতিযোগিতার হেড টু হেড চ্যালেঞ্জ পর্বে আমি বিজয়ী হয়েছি। মিস ওয়ার্ল্ড-২০১৭ প্রতিযোগিতায় সেরা ৪০-এ নির্বাচিত হয়েছি আমি। আমার জন্য দোয়া করবেন।’
১৮ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় চীনের সানাইয়া শহরে শুরু হবে ৬৭তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান।
অনুষ্ঠানের উপস্থাপনা করবেন টিম ভিনসেন্ট, মেগান ইয়ং ও স্টিভ ডগলাস। নতুন মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে।

Share this content:

Back to top button