আইন ও আদালতলিড নিউজ

মির্জা ফখরুলসহ বিএনপির আট শীর্ষ নেতার জামিন

এবিএনএ: রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা নাশকতার এক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আট শীর্ষ নেতাকে জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী এই জামিন দেন। জামিনপ্রাপ্ত অন্য নেতারা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মইন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ সকালে প্রত্যেকে আদালতে আত্মসমর্পন করে জামিন চান। শুনানি শেষে আদালত তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত জামিন দেন। তবে শর্ত দেন প্রত্যেককে প্রতি ধার্য তারিখে আদালতে উপস্থিত থাকতে হবে।

ঘটনার বিবরণে জানা যায়, গত বছরের ১ অক্টোবর হাতিরঝিল থানায় পুলিশ বিএনপির শীর্ষ নেতারাসহ ৫৫ জনকে আসামি করে মামলা করে। মামলায় অভিযোগ করা হয়, আগেরদিন ৩০ সেপ্টেম্বর আসামিরা  মগবাজার রেলগেট এলাকায় অ স্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের ওপর হামলা করে। তারা পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়। এলোপাতাড়ি মারধর করে। এতে কয়েকজন পুলিশ আহত হয়। তারা এলাকায় চলাচলকারী গাড়ি ভাংচুর করে। এছাড়া ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটায়।

এই মামলা হওয়ার পর বিএনপির শীর্ষ নেতারা হাইকোর্টে আগাম জামিন চান। হাইকোর্ট ছয় সপ্তাহের জামিন দেন। পরে নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও আপিল বিভাগে যান। আপিল বিভাগ গত ৭ আগস্ট রায় দিয়ে আসামিদেও ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ দেন। ওই নির্দেশনা অনুযায়ী আজ সবাই আত্মসমর্পন করেন। আসামি পক্ষে সিনিয়র আইনজীবী নিতাই রায় চৌধুরী, জয়নুল আবেদীন, মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ শুনানি করেন।

Share this content:

Related Articles

Back to top button