বিনোদন

মিউজিক ভিডিওতে সাফা কবির

এবিএনএ : ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী ও মডেল সাফা কবির। নাটকে নিয়মিত হলেও মিউজিক ভিডিওতে আগে দেখা যায়নি এ অভিনেত্রীকে।

সম্প্রতি প্রথমবার মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করেছেন তিনি। তরুণ কণ্ঠশিল্পী মেহেদী নাহিদের গাওয়া একটি গানে মডেল হয়েছেন সাফা। মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন শাহরিয়ার পল্লব।
মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করা প্রসঙ্গে সাফা বলেন, ‘আমাদের দেশের মিউজিক ভিডিওর মান এখন আন্তর্জাতিক পর্যায়ের। আমার ইচ্ছে ছিল সবকিছু মিলিয়ে একটি ভালো গানের ভালো মিউজিক ভিডিওতে মডেল হওয়া। এ ভিডিওটির স্টোরি ভালো লেগেছে সেজন্য কাজ করেছি। আশা করছি, দর্শকের খুব ভালো লাগবে।’
ঈদের আগেই নতুন এ মিউজিক ভিডিওটি ইউটিউবসহ বিভিন্ন চ্যানেলে প্রচার হবে বলে জানান সাফা।

Share this content:

Back to top button