
এবিএনএ : যশোরে ছাত্রলীগের সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাদের ইমেজ ড্যামেজ হয়ে গেছে, যারা উইনেবল ক্যান্ডিডেট না, জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা নেই, আগামী নির্বাচনে তাদের মনোনয়ন দেওয়া হবে না।
সোমবার দুপুরে যশোর ঈদগাহ ময়দানে যশোর জেলা ছাত্রলীগের ১৭তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সদস্য এসএম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাইফুজ্জামান শিখর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার প্রমুখ। সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।
ওবায়দুল কাদের আরও বলেন, সারাদেশে বেশ কয়েকটি জরিপ করা হচ্ছে। বিভিন্নভাবে করা এসব জনমত জরিপ একত্র করে এবং দলের তৃণমূলের মতামত নিয়ে জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকেই আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে। এজন্য দলের নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, নির্বাচন করার আকাঙ্ক্ষা অনেকেরই থাকতে পারে। কিন্তু এই প্রতিযোগিতা যেন ঘরের মধ্যে ঘর করার, মারামারির, হানাহানির, রক্তারক্তির প্রতিযোগিতা না হয়। এরকম প্রতিযোগিতা, অসুস্থ রাজনীতি যারা করবে, আগামী নির্বাচনে তাদের মনোনয়ন পেতে হবে না।
প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের বিএনপির আন্দোলনের হুমকিকে আষাঢ়ের ’তর্জন গর্জন’ উল্লেখ করে বলেন, একটি দল আছে, তারা ৮ বছরে ৮ দিনও রাজপথে নামতে পারেনি। তারা বলে ঈদের পর মাঠে নামবে। গত ৮ বছরে ১৭টা ঈদ চলে গেছে। কিন্তু মরা গাঙে কি জোয়ার এসেছে? শেষ ঈদের পরও ১৪ দিন চলে গেছে। তারা বলে, এই দিন না ওই দিন, এই বছর না ওই বছর, এই ঈদ না ঈদের পর আন্দোলন হবে। সব আষাঢ়ের তর্জন গর্জনের মতোই।
Share this content: