আন্তর্জাতিক

সিরিয়ায় আবারো বিমান হামলা, নিহত ২৮

এ বি এন এ : রাশিয়া ও যুক্তরাষ্ট্রের চাপে সিরিয়ার সরকার দুই দিনের অস্ত্র বিরতি পালনে সম্মত হওয়ার কয়েক ঘণ্টা পড়েই বিমান হামলা চালানো হল দেশটির একটি শরণার্থী ক্যাম্পে। সেখানে মারা গেছে ২৮ জন শরণার্থী। উত্তর সিরিয়ায় বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চলে এই বিমান হামরা চালানো হয়।
কিছু রিপোর্ট অনুসারে হামলা সিরিয়ার সরকার বা রাশিয়া চালিয়েছে। কিন্তু এর কোন প্রমাণ পাওয়া যায়নি।
ফেব্রুয়ারি মাস থেকে সিরিয়ার সরকারের সঙ্গে সরাকর বিদ্রোহীদের সমঝোতার চেষ্টা করে আসছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও রাশিয়া। কিন্তু গত দুই সপ্তাহে আলেপ্পো শহরে বিমান হামলার পর থেকে আবারো সেই শান্তি আলোচনা বন্ধ হয়ে যায়। জাতিসংঘ এই হামলার প্রসঙ্গে এক বিবৃতিতে জানায়, হামলা এখনই বন্ধ করা না গেলে আরো ৪ লাখ মানুষ সিরিয়া ছেড়ে তুরস্ক ও ইউরোপের দিকে পা বাড়াবে।

Share this content:

Back to top button