জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘প্রয়োজনে ঈদের দিনও রাস্তায় থাকব’

এবিএনএ : মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে সড়ক ও জনপথ বিভাগের কর্মীদের সঙ্গে নিজেও রাস্তায় থাকার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, প্রয়োজনে ঈদের দিনও চলবে কর্মযজ্ঞ। আর সে কাজে থাকবেন তিনি নিজেও। ঈদের আগেই সড়ক সংস্কার কাজ শেষ করার আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, এখন পর্যন্ত ৭০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। বাকি সময়ে কাজ শেষ করতে সবাই সক্রিয় আছেন।শনিবার দুপুরে নোয়াখালীর কবিরহাট পৌরসভা প্রাঙ্গণে পানিবন্দী অসহায় দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। আগামী ২ সেপ্টেম্বর উদযাপিত হবে ঈদুল আজহা। ঈদে প্রতি বছর বড় শহর থেকে গ্রামমুখী স্রোত তৈরি হয়। মানুষের এই চলাচল নির্বিঘ্ন ও জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে এমন আশাবাদ ব্যক্ত করে সড়ক মন্ত্রী বলেন, জনগণের ঈদযাত্রা স্বন্তিদায়ক করতে আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি, প্রয়োজনে ঈদের দিনও আমরা রাস্তায় থাকব। ঈদের সময় ঝড় বৃষ্টি যাই থাকুক না প্রকৌশলীরা ও পুলিশ রাস্তায় থাকবে। যেখানেই গর্ত হবে সেখানেই তাৎক্ষণিক সংস্কার করা হবে। এ পর্যন্ত সড়কের ৭০ ভাগ সংস্কার করা হয়েছে। ঈদের আগে বাকি কাজও সম্পূর্ণ হয়ে যাবে।

Share this content:

Related Articles

Back to top button