জাতীয়বাংলাদেশলিড নিউজ

ঈদের আগেই সাংবাদিকদের নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবি

এবিএনএঃ ঈদুল ফিতরের আগেই সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। তারা বলেছেন, কারণে-অকারণে মালিকের ইচ্ছায় কোনো গণমাধ্যমকর্মীকে ছাঁটাই মেনে নেওয়া হবে না। একইসঙ্গে যাদের চাকরিচ্যুত করা হয়েছে অবিলম্বে তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। আজ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবেরর সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশে তারা এই দাবি জানান। গণমাধ্যমে ছাঁটাই বন্ধ, নিয়মিত বেতন প্রদান, গণমাধ্যম আইন পাস ও নবম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণার দাবিতে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য। সমাবেশ থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসূচী আগামীকাল সোমবার ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তৃতা করেন বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, সাংবাদিক নেতা সৈয়দ ইশতিয়াক রেজা, ডিইউজে সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনু, বিএফইউজে যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, ডিইউজের যুগ্ম সম্পাদক আকতার হোসেন, বিএফইউজের নির্বাহী সদস্য শেখ মামুনুর রশীদ. ডিইউজে কোষাধ্যক্ষ উম্মুল ওয়ারা সুইটি প্রমুখ। সমাবেশে বিএফইউজে সভাপতি মোল্লা জালাল বলেন, আজ গণমাধ্যমকর্মীদের কেউ ভালো নেই, মাঠে কাজে আছেন অফিসে গিয়ে তিনি জানতে পারেন তার চাকরি নেই। সর্বত্র চাকুরির এই অনিশ্চয়তা সহ্য করা হবে না। গণমাধ্যমে ছাঁটাই বন্ধ ও নিয়মিত বেতন নিশ্চিত করতে হবে। দ্রুত নতুন ওয়েজবোর্ড ঘোষণা করতে হবে।

বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ বলেন, গণমাধ্যমে বিশ্বাসঘাতক মোস্তাকের আগমন ঘটেছে। এই ঘাতকদের চিহ্নিত করে তাদের গণমাধ্যম থেকে বিতাড়িত করতে হবে। তিনি আরো বলেন, সাংবাদিকদের ছাঁটাই, চাকরিচ্যুত, বেতন না দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা এ অবস্থা দেখতে চাই না। এ অবস্থার উত্তরণ না হলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। শুধু ঘোষণা নয়, ঈদের আগেই নবম ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য বলেন, আমরা সাংবাদিকতা করতে চাই। এজন্য কর্মপরিবেশ চাই, নিয়মিত বেতন-ভাতা চাই। আমাদের চোখে ধুলা দেওয়ার চেষ্টা করবেন না। যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের অবিলম্বে চাকরিতে পুনঃবহালের দাবি জানাই। মানববন্ধন ও সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে।

Share this content:

Back to top button