এ বি এন এ : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাটিক দলের মনোনয়নের দ্বারপ্রান্তে পৌঁছেছেন হিলারি ক্লিনটন। দেশটির পুয়ের্তো রিকো অঙ্গরাজ্যের প্রাইমারিতে বার্নি স্যান্ডারসকে হারিয়ে মনোনয়ন দৌড়ে আরো একধাপ এগুলেন হিলারি।
রোববার পুয়ের্তো রিকোয় ডেমোক্রাটিক দলের প্রাইমারিতে জয়ের দাবি করেছেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। হোয়াইট হাউজের লড়াইয়ে দলীয় দুই হাজার ৩৮৩ ডেলিগেটের সমর্থন প্রয়োজন হলেও পুয়ের্তো রিকোয় জয়ী হতে যাওয়ায় হিলারির আর মাত্র ৩০ ডেলিগেটের সমর্থন বাকি রয়েছে।
রোববার রাতে ভোট গণনা চলছে। তবে বার্তাসংস্থা এপি, এনবিসি ও সিএনএন বলছে, শনিবার ভার্জিন আইসল্যান্ডে ব্যাপক জয়ের পর গুরুত্পূর্ণ দ্বিতীয় জয়ে পথে রয়েছে ক্লিনটন।
এদিকে, হিলারি ক্লিনটন এক টুইট বার্তায় ডেলিগেট সমর্থনে নিজ দলীয় প্রার্থী বার্নি স্যান্ডারসকে হারিয়েছে বলে দাবি করেছেন। ভোটপূর্ব জরিপ অনুযায়ী, ৬০ শতাংশ ডেলিগেট ভোট পেয়েছেন হিলারি, প্রতিদ্বন্দ্বি স্যান্ডার্স পেয়েছেন মাত্র ৩৫ শতাংশ।
এদিকে, ক্যালিফোর্নিয়ায় ডেলিগেট উপলক্ষে ডেমোক্রাট দলীয় উভয় প্রার্থী প্রচারণায় অংশ নিয়েছেন।