জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করবে জেলা পরিষদ নির্বাচন’

এবিএনএ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, জেলা পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত হবে, সমন্বয়হীনতা দূর হবে। আমরা সমন্বিতভ‍াবে কাজ করে সুন্দর ও বাসযোগ্য আধুনিক ঢাকা গড়ে তুলবো।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আজিমপুর গর্ভমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট দেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলে তিনি।

সাঈদ খোকন বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকারকে শক্তিশালী করার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেলো। তিনি বলেন, সিটি করপোরেশন ২৬টি সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করে। এ নির্বাচনের পরে জেলা প্রশাসকের সঙ্গে কাজ করার সুযোগ হবে।

Share this content:

Back to top button