এ বি এন এ : মেয়াদোত্তীর্ণ ৯ পৌরসভার ভোটগ্রহণ রোববার অনুষ্ঠিত হবে । এসব পৌরসভায় প্রচার-প্রচারণা শেষ হচ্ছে শুক্রবার রাত ১২টায়। এরই মধ্যে নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল অনুযায়ী, রংপুরের পীরগঞ্জ, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, টাঙ্গাইলের ঘাটাইল, নড়াইলের লোহাগড়া, পটুয়াখালীর গলাচিপা, বগুড়ার সোনাতলা ও পাবনার বেড়া পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া শরীয়তপুরের নড়িয়া পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনসহ মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদেও এ দিন উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান শুক্রবার জানান, প্রত্যেক এলাকায় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার সকাল থেকে চার দিনের জন্য মাঠে রয়েছে র্যা ব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা মাঠে থাকবেন ভোটের পরদিন সোমবার পর্যন্ত।
উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো দলীয়ভাবে স্থানীয় সরকারের পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত ৩০ ডিসেম্বর।