এ বি এন এ : ফেনীর দাগনভুঁঞায় ৫টি ইউনিয়নে শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত (এ রিপোর্ট লেখার সময়) কেন্দ্রগুলোতে উল্লেখযোগ্য ভোটারদের লাইন দেখা যাইনি। কেন্দ্রগুলো ভোটর শূন্য হলেও যখন সাংবাদিকরা ভোট কেন্দ্রে প্রবেশ করেন তার সঙ্গে সঙ্গে চারদিক থেকে নেতাকর্মীদের একটি গ্রুপ জড়ো হয়ে লাইনে দাঁড়িয়ে যান। প্রত্যেক ইউনিয়নের প্রতিটি কেন্দ্রের একই চিত্র দেখা গেছে।
কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেলেও বেশ কয়েকটি কেন্দ্রের বাইরে চলে বিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণ। কয়েকটি কেন্দ্রে ভোটারদের লাইনে কিশোরদের দেখা যায়। কেন্দ্রেগুলোতে ভোটার শূন্য হলেও ভোট বাক্সে ঠিকই ব্যালট রয়েছে।
দাগনভূঞা উপজেলার নির্বাচন অফিস সূত্র জানায়, পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে একজন চেয়ারম্যান, ৩৯ জন সাধারণ সদস্য, ১৫ জন সংরক্ষিত মহিলা ইউপি সদস্যসহ মোট ৫৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
দাগনভূঞা উপজেলার জায়লস্কর ছাড়া বাকি ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচনে ভোট গ্রহণ চলছে। চেয়ারম্যান পদে ২৭ জন, সাধারণ ইউপি সদস্য পদে ১৫ জন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫টি ইউনিয়নে ৪৭টি কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ৪০ হাজার ৫১ জন। তারমধ্যে পুরুষ ভোটার ৫২ হাজার ৫৩৪ জন, মহিলা ভোটার ৫১ হাজার ৫১৭ জন।